ওয়াশিংটন: জঙ্গি সংগঠন আল কায়েদার নতুন প্রধান নির্বাচন করা হয়েছে মিশরের সাবেক সামরিক কর্মকর্তা সাইফ আল-আদেলকে। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয় এ খবর বেরিয়েছে।
আল কায়েদার উর্ধ্বতন এ নেতা সংগঠনের কৌশল নির্ধারণ করতে ভূমিকা পালন করেন। তিনি সংগঠনটির ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন। আল কায়েদার আদর্শ ছেড়ে আসা লিবিয়ার সাবেক জঙ্গি নোমান বেনোতমান এ তথ্য জানান।
এদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে, আল কায়েদার দায়িত্বে যিনিই আসুন, তিনি ওয়াশিংটনের প্রধান শত্রু। তাকে এফবিআইয়ের মোস্ট ওয়ান্ডেট তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
গত ২ মে আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে হত্যা করা হয়। এরপর সংগঠনটির দায়িত্বে কে আসবে তা নিয়ে চলছিল নানা জল্পনা। এই পদের জন্য আইমান আল-জাওয়াহিরির নামও শোনা গিয়েছিল, তিনিও মিশরের।
পাকিস্তানি একটি দৈনিকে অজ্ঞাতপরিচয় সূত্রের বরাত দিয়ে এ খবর বেরিয়েছে। এর ডেটলাইনে রাওয়ালপি-ির উল্লেখ আছে। শহরটিতে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সদর দপ্তর রয়েছে।
মুহাম্মদ ইব্রাহিম মাক্কাবি নামেও পরিচিত সাইফ আল-আদেল মিশরীয় সরকারের বিশেষ বাহিনীতে চাকরি করতেন। তিনি ওসামা বিন লাদেনেরও অত্যন্ত ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, মে ১৮, ২০১১