ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় মোদি-নওয়াজ বৈঠক শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
রাশিয়ায় মোদি-নওয়াজ বৈঠক শুক্রবার পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ঢাকা: একবছরেরও বেশি সময় পর রাশিয়ার বাস্কোরতোস্তানে বৈঠকে বসছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

শুক্রবার (১০ জুলাই) বাস্কোরতোস্তানের রাজধানী ইউএফএতে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে দু’দেশের কূটনৈতিক সূত্রই নিশ্চিত করেছে।



ভারতীয় কূটনীতিকরা বলছেন, সাংহাই কো-অপারেশন সামিটের (এসিও) ফাঁকে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে একান্ত বৈঠকে বসবেন মোদি ও নওয়াজ শরিফ। বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলাপ করবেন ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীদ্বয়।

পাকিস্তানি কূটনীতিকরা জানাচ্ছেন, নয়াদিল্লি পক্ষের সঙ্গে ‍আলাপ করে দু’ নেতার মধ্যে বৈঠকের বিষয়ে তারাও ভীষণ আগ্রহী। আশা করা হচ্ছে, বছরখানেক পর দুই প্রধানমন্ত্রীর এ বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নে দারুণ ভূমিকা রাখবে।

মায়ানমারে ভারতীয় সেনাবাহিনীর অভিযান ও তৎপরবর্তী নয়াদিল্লি-ইসলামাবাদ কথার যুদ্ধের পর সম্প্রতি দু’দেশের নিয়ন্ত্রণ রেখায় (লাইন অব কন্ট্রোল) গোলাগুলির কারণে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে এ বৈঠক উষ্ণতা ছড়ানোর কাজই করবে বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।