ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সাবেক সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সাউদ আল-ফয়সাল আর নেই

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৯, জুলাই ১০, ২০১৫
সাবেক সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সাউদ আল-ফয়সাল আর নেই সাবেক সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সাউদ আল-ফয়সাল

ঢাকা: সাবেক সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সাউদ আল-ফয়সাল আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।



বৃহস্পতিবার (০৯ জুলাই) সৌদি রয়্যাল কোর্টের এক বিবৃতিতে এ খবর জানানো হয়। বিবৃতিতে প্রিন্স সাউদ যুক্তরাষ্ট্রে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে জানানো হলেও তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

১৯৪০ সালে জন্মগ্রহণ করা প্রিন্স সাউদকে ১৯৭৫ সালে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়। দীর্ঘ চল্লিশ বছর দায়িত্ব পালনের পর চলতি বছর ২৯ এপ্রিল তাকে মন্ত্রণালয় থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।