ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে ৭০ জঙ্গির হামলা, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, মে ১৮, ২০১১
পাকিস্তানে ৭০ জঙ্গির হামলা, নিহত ১৭

ইসলামাবাদ: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে ৭০ জনের বেশি সশস্ত্র জঙ্গি একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালালে ১৭ জন নিহত হয়। বুধবারের এ হামলায় নিহতদের মধ্যে দুইজন নিরাপত্তা কর্মকর্তা রয়েছে।



পেশোয়ারের পুলিশ কর্মকর্তা এজাজ খান বলেন, জঙ্গিদের সবার কাছে অস্ত্র ছিল। রকেট, মর্টারসহ ভারী অস্ত্রশস্ত্র দিয়ে তারা হামলা চালায়।

আফগানিস্তানের সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত খাইবার প্রদেশের আইনশৃঙ্খলা সরকারি বাহিনীর নিয়ন্ত্রেণর বাইরে। অঞ্চলটিকে বিশ্ব জঙ্গি সন্ত্রাসবাদীদের ঘাঁটি এলাকায় হিসেবে চিহ্নিত করা হয়।

নিরাপত্তা চৌকিতে দায়িত্ব দুইজন কর্মকর্তা এবং অন্তত ১৫ জন জঙ্গি হামলায় নিহত হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে জঙ্গিরা  হামলা চালালে তা প্রতিহত করা হয়। পেশোয়ারের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ‘এরপর তারা বুধবার খুব সকালে বড় ধরনের হামলা চালায়। হামলা মোকাবিলা করতে আমরা আরও সেনা মোতায়েনের জন্য বলেছি। ’

এ পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে, আল কায়েদার সঙ্গে জড়িত জঙ্গিরা এবং তালেবান এ হামলা চালিয়েছে।

গত ২ মে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করে। এরপর পাকিস্তানজুড়ে জঙ্গি হামলা বেড়েছে।

এর আগে একই প্রদেশের চরসাদ্দা শহরে জঙ্গি হামলায় ৯৮ জন নিহত হয়। এটা লাদেন হত্যার প্রতিশোধমূলক হামলা ছিল বলে জানায় তালেবান।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।