প্যারিস: যৌন হয়রানির অভিযোগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান দমিনিক স্ত্রস কানকে গ্রেপ্তারের ঘটনাকে বেশিরভাগ ফরাসি ষড়যন্ত্র বলে বিশ্বাস করেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এ খবর বেরিয়েছে।
বেশ কয়েকটি গণমাধ্যমে জরিপে বেরিয়ে এসেছে, ৫৭ শতাংশ ফরাসি মনে করে স্ত্রস কান ষড়যন্ত্রের শিকার। গত শনিবার আইএমএফের প্রধান স্ত্রস কানকে নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে গোয়েন্দা গ্রেপ্তার করে। এর আগে নিউইয়র্কের ম্যানহাটনের এক হোটেলের একজন নারীকর্মী তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনে। বিমানবন্দর থেকে তাকে আটক করে আদালতে নেওয়া হলে আদালত তার জামির আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায়।
মাস খানেক আগে আইএমএফ ও বিশ্বব্যাংকের এক বৈঠকে স্ত্রস কান বলেন, বিশ্ব অর্থনীতিকে পুনগর্ঠন করতে হবে। একইসঙ্গে সামাজিক ন্যায়বিচার অর্থনৈতিক স্থিরতা নিশ্চিত করবে বলেও তিনি মন্তব্য করেন। একই বৈঠকে তিনি বলেন, বর্তমান বিশ্ব অর্থব্যবস্থা চালাচ্ছে ওয়াল স্ট্রিট (যুক্তরাষ্ট্র)। ফলে অনেকে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের কথাও বলছেন।
ফ্রান্সের আগামী নির্বাচনে তিনি সোশ্যালিস্ট পার্টির ব্যানারে প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন বলে কথা ছিল। অল্প কিছুদিনের মধ্যে এ নিয়ে তিনি ঘোষণাও দিতে যাচ্ছিলেন। অনেকে মনে করেন, বর্তমান প্রেসিডেন্ট নিকোলা সারকোজি এ ষড়যন্ত্রের পেছনে রয়েছেন।
গ্রেপ্তারের আগে তিনি ফ্রান্সের সোশ্যালিস্ট পার্টির সবচেয়ে জনপ্রিয় সদস্য হিসেবে পরিচিতি পেয়েছিলেন। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে তার নামই অগ্রভাগে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মে ১৮, ২০১১