ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

সার্বিয়ার প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় বসনিয়ার নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, জুলাই ১২, ২০১৫
সার্বিয়ার প্রধানমন্ত্রীর ওপর হামলার ঘটনায় বসনিয়ার নিন্দা ছবি: সংগৃহীত

ঢাকা: সার্বিয়ার প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ভুসিচের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বসনিয়া-হার্জেগোভেনিয়ার প্রেসিডেন্ট বাকির আইজেতবেগোভিচ।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ভুসিচ সম্মান জানাতে এখানে এসেছিলেন।

তাকে অনুষ্ঠান থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। তাকে উদ্দেশ্য করে পাথর ছোঁড়া হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় কাজ।

সেব্রেনিৎসা হত্যাকাণ্ডে নিহতদের প্রতি সম্মান জানাতে ১১ জুলাই বসনিয়ায় মিলিত হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, সার্বিয়ার প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ভুসিচসহ বেশ কয়েকজন বিশ্ব নেতা। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন হাজার হাজার জনতা।

বসনিয়ায় হামলার ঘটনার পর বেলগ্রেডে পৌঁছে সার্বিয়ার প্রধানমন্ত্রী সাংবাদিকদের জানান, ওই ঘটনায় তার চশমা ভেঙ্গে গেছে।

তিনি আরও বলেন, হামরাকারীরা সংঘবদ্ধ হয়ে এ কাণ্ড ঘটিয়েছে। তারা বুঝতে চাইলো না, সার্বিয়া ও বসনিয়ার মধ্যে বন্ধুত্ব স্থাপনের জন্য আমি চেষ্টা করে যাচ্ছি।

** সেব্রেনিৎসা গণহত্যা: আধুনিক ইউরোপের কলঙ্ক

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।