ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

পরমাণু চুক্তি ইস্যুতে চূড়ান্ত ধাপের খুব কাছে আলোচকরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, জুলাই ১৩, ২০১৫
পরমাণু চুক্তি ইস্যুতে চূড়ান্ত ধাপের খুব কাছে আলোচকরা ছবি: সংগৃহীত

ঢাকা: পরমাণু চুক্তি সম্পাদনে ইরান ও ছয় বিশ্বশক্তি চূড়ান্ত ধাপের খুব কাছে পৌঁছে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৩ জুলাই) এ ব্যাপারে চূড়ান্ত শর্তগুলো নিয়ে আলোচনা হবে বলে চীনা কূটনীতিকদের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

তবে এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা বাকি আছে বলে ইরান সূত্রের বরাত দিয়ে খবরে জানানো হয়।

ধারণা করা হচ্ছে, অস্ত্র ও ব্যালাস্টিক মিসাইলের ওপর নিষেধাজ্ঞা বলবৎ রাখা ও তার সময়সীমা নিয়েই বর্তমানে দর কষাকষি চলছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স, চীন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে ভিয়েনায়। গত ৩০ জুন এ পর্বের স্বনির্ধারিত ডেডলাইন শেষ হওয়ার পর তার মেয়াদ ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়। কিন্তু এবারও আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব না হলে তারিখ আবার বাড়ানো হয়।

রোববার (১২ জুলাই) বৈঠক শেষে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ সাংবাদিকদের বলেন, আমাদের এখনও বেশ কিছু বিষয়ে কাজ বাকি আছে। খুব সম্ভবত আগামীকাল (১৩ জুলাই) একটা চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।