ইসলামাবাদ: জঙ্গি সংগঠন আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনের মরণোত্তর অডিওবার্তা (অডিও টেপ) প্রকাশ করা হয়েছে। ১২ মিনিটের এ বার্তায় আরব বিশ্বের বিভিন্ন দেশে সরকার বিরোধী অভুত্থানের প্রশংসা করেন লাদেন।
বৃহস্পতিবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বেরিয়েছে, জঙ্গি সংগঠনটির ওয়েবসাইটে এ বার্তা প্রকাশ করা হয়। লাদেনের মৃত্যুর সপ্তাহ খানেক আগে বার্তাটি পাকিস্তানে রেকর্ড করা হয়।
তিউনিসিয়া ও মিশরের সরকার বিরোধী সফল অভ্যুত্থানের প্রশংসা করা হয়েছে এই বাতায়। গত ২ মে লাদেনকে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নেভি সিলের সদস্যরা তাকে গুলি করে হত্যা করে। অভিযানের ব্যাপারে পাকিস্তানকে আগে থেকে কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র।
বার্তায় লাদেন বলেন, ‘তিউনিসিয়াতে প্রথম অভ্যুত্থান ঘটলেও তা দ্রুত মিশরের ক্ষমতাধররা এই স্ফূলিঙ্গে আক্রান্ত হন। তিউনিসিয়া থেকে তাহরির স্কয়ার--স্বাধীন জনগণ রাস্তায় নেমে আসে। ’ এতে বলা হয়, ‘এতে শাসকরা উদ্বিগ্ন হয়ে পড়েছে। ’
লাদেনকে হত্যার পর বিশ্বজুড়ে সমালোচনা উঠে, পাকিস্তান লাদেনের অবস্থান সম্পর্কে আগে থেকে জানত। তবে এরইমধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস জানান, ইসলামাবাদ আগে থেকে লাদেনের অবস্থানের বিষয়টি জানত না।
রবার্ট গেটস বলেন, ‘আমার দৃঢ় পাকিস্তানের উর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে কিছুই জানতেন না। তবে অন্য কেউ হয়ত বিষয়টি জানত। ’ তিনি বলেন, ‘আমি এর কোনো প্রমাণ পায়নি। সত্যি বলতে কি, আমি এর উল্টো প্রমাণ পেয়েছি। ’
রবার্ট গেটস ও জয়েন্ট চিফস অব স্টাফ চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন একটি যৌথ সংবাদ সম্মেলনে, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে। জঙ্গিদের নির্মূল করতে পাকিস্তানকে সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে বলেও তারা সাংবাদিকদের জানান।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, মে ১৯, ২০১১