ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন স্নায়ু যুদ্ধের ব্যাপারে পশ্চিমাদের সতর্ক করে দিলেন মেদভেদেভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, মে ১৯, ২০১১
নতুন স্নায়ু যুদ্ধের ব্যাপারে পশ্চিমাদের সতর্ক করে দিলেন মেদভেদেভ

স্কোলকোভো (রাশিয়া): সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে দুই পক্ষ সমঝোতায় পৌঁছতে ব্যর্থ  হলে নতুন নিরস্ত্রিকরণ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেবে এবং পশ্চিমের সঙ্গে রাশিয়া নতুন করে স্নায়ু যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে এ সতর্কবার্তা জানিয়ে দেন তিনি।



মেদভেদেভ সাংবাদিকদের জানান, রাশিয়ার আপত্তি সত্ত্বেও প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে সহযোগীতার যে সিদ্ধান্ত নিয়েছে তা মস্কোকে এর পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য করবে।

তিনি বলেন, ‘এখন আমরা আমাদের পারমাণবিক সামর্থ্য নিয়ে আক্রমণাত্মক ক্ষমতাসম্পন্ন অস্ত্র উন্নয়নের বিষয় নিয়েই আলোচনা করব। এটা নিশ্চয়ই খুব খারাপ একটি বিষয় হবে। ’

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যদি অব্যাহত থাকে তাহলে নতুন নিরস্ত্রীকরণ চুক্তি থেকে রাশিয়া নাম প্রত্যাহার করবে বলে দ্বিতীয়বারের মতো সতর্ক করে দেন রুশ প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এমনটি হলে এটি এমন একটি পরিস্থিতির সৃষ্টি করবে যা আবার আমাদের স্নায়ু যুদ্ধের যুগে ফিরিয়ে নিয়ে যাবে। ’

উল্লেখ্য, পারমাণবিক শক্তিধর দেশগুলো নতুন একটি নিরস্ত্রিকরণ চুক্তি করতে যাচ্ছে। এটি চলতি বছরে কার্যকর করার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মে ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।