নিউইয়র্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সদ্য বিদায়ী প্রধান দমিনিক স্ত্রস কানকে বৃহস্পতিবার জামিন দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। তার বিরুদ্ধে নিউইয়র্কেরই একটি হোটেলের নারীকর্মীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী নিউইয়র্কেই স্ত্রস কানকে গৃহবন্দী থাকতে হবে। ২৪ ঘণ্টাই তিনি বৈদ্যুতিক ডিভাইসের নজরদারির মধ্যে থাকবেন। তার জামিনের বিপরীতে বিচারক মাইকেল ওবাস ১০ লাখ মার্কিন ডলার ধার্য করেছেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে রাইকার্স কারাগারে আটক স্ত্রস কান জামিন পাওয়ার আগে আইএমএফের প্রধানের পদ থেকে অব্যাহতি নিয়েছেন। একটি বিবৃতিতে তিনি এ কথা জানান।
গত ১৪ মে যৌন হয়রানি অভিযোগে স্ত্রস কানকে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে আটক করে পরে গ্রেপ্তার দেখানো হয়।
তার আইনজীবীরা জানান, স্ত্রস কান একজন সম্মানিত ব্যক্তিত্ব, তিনি পালিয়ে যাবেন না। তারা এও জানান, তাকে জামিনের যে শর্ত জুড়ে দেওয়া তা অস্বচ্ছ ও আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
বিচারক মাইকেল ওবাস জানিয়েছেন, সব সময়ের জন্য স্ত্রস কানের বাড়িতে একজন সশস্ত্র প্রহরী থাকবে। আর এর খরচ তাকেই বহন করতে। একইসঙ্গে আসামীকে অবশ্যই তার সমস্ত ভ্রমণসংক্রান্ত কাগজপত্র আদালতে জমা দিতে হবে। জামিনের ১০ লাখ ডলার ছাড়াও স্ত্রস কানকে ৫০ লাখ ডলার বন্ড জমা দিতে হবে।
বৃহস্পতিবারের শুনানিতে কানের স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন। আগামী ৬ জুন তাকে আদালতের সামনে হাজির করা হবে। তার বিরুদ্ধে আনা সব অভিযোগ তিনি বারবার নাকচ করে আসছেন।
বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, মে ২০, ২০১১