ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার দীর্ঘ প্রতীক্ষিত বক্তব্যে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য ১৯৬৭ সালের আগের সীমান্ত রেখা মেনে চলার আহ্বান জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর বেরিয়েছে।
তবে তার আহ্বান প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে দুই নেতা শুক্রবার হোয়াইট হাউসে আলোচনায় বসতে যাচ্ছেন বলেও জানা গেছে।
যুক্তরাষ্ট্র অনানুষ্ঠানিকভাবে দুই রাষ্ট্রের সংকট সমাধানে ৪৪ বছর আগের সেই সীমান্তরেখা মেনে চলার আহ্বান জানিয়ে আসছে। সেসময় ছয় বছর ধরে চলা মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর, গাজা উপত্যকা, গোলান হাইটস ও সিনাই পর্বতমালা দখল করে নেয়। ওবামার আহ্বান মেনে নিলে এই অঞ্চলগুলো ইসরায়েলকে ছেড়ে যেতে হবে।
ওবামাই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি আনুষ্ঠানিকভাবে এই নীতি অনুমোদন করলেন। তিনি এও বলেন, এটা আলোচনা প্রক্রিয়া অব্যাহত রেখে ভূমিতে নানা শর্তেরও প্রয়োজন রয়েছে।
ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্র আশা করে, আলোচনার মাধ্যমে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েল, জর্দান ও মিশরের সীমান্ত অঞ্চলগুলোর সমাধান হবে। আর ফিলিস্তিনের সঙ্গেও ইসরায়েলের স্থায়ী সীমান্তরেখাগুলোর সমাধান হবে। ’ ওবামা তার ৪৫ মিনিটের বক্তব্যে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় চলমান রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইসরায়েল ও ফিলিস্তিনের সীমান্ত রেখাগুলো ১৯৬৭ সালের সীমান্তরেখার ভিত্তিতে হবে, যা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হতে হবে। যাতে উভয় রাষ্ট্রের নিরাপত্তা ও স্বীকৃত সীমান্ত প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ সময় : ১২৫৯ ঘণ্টা, মে ২০, ২০১১