রিও ডি জেনিরো: বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী একজন ব্রাজিলীয়। গিনেজ ওয়ার্লড রেকর্ড বুক কর্তৃপক্ষ বুধবার এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি তাদের নিজস্ব ওয়েবসাইটে জানায়, মারিয়া গোমেজ ভ্যালেন্তিম নামের ওই নারীর বয়স ১১৪ বছর। তার কাছাকাছি বয়সের অপর নারীও একজন আমেরিকান। বেসি কুপার নামের ওই নারী গোমেজ ভ্যালেন্তিমের চেয়ে মাত্র ৪৮ দিনের ছোট।
গোমেজ ভ্যালেন্তিম বসবাস করেন ব্রাজিলের মিনাস গেরেইস অঙ্গরাজ্যে। তার স্বামী মারা গেছেন ১৯৪৬ সালে। বর্তমানে চলাফেরা করেন হুইলচেয়ারে। সুষম খাবার গ্রহণই তাকে দীর্ঘজীবী করেছে বলে স্বীকার করেন তিনি।
ব্রাজিলের অপর এক বয়স্ক নারীর সন্ধান মিলেছে যার বয়স ১১৬ বছর। সেবাসতিয়ান ডি লোরদেস সিলভা নামের ওই নারীই সবচেয়ে বয়স্ক হিসেবে স্বীকৃতি পাওয়ার কথা। তবে গিনেজ বুক তার জন্ম সংক্রান্ত নথি-পত্র যাচাই করে দেখার কোনো অনুরোধ পায়নি বলে সংগঠনটি জানায়।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মে ২০, ২০১১