ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিন লাদেন হত্যা অভিযান নিয়ে কথা বললে আইনি ব্যবস্থা: সিআইএ পরিচালক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মে ২০, ২০১১
বিন লাদেন হত্যা অভিযান নিয়ে কথা বললে আইনি ব্যবস্থা: সিআইএ পরিচালক

ওয়াশিংটন: বিন লাদেনের অবস্থান চিহ্নিত করতে এবং তার হত্যা অভিযানে ব্যবহৃত প্রযুক্তি এবং পদ্ধতি নিয়ে কোনো সিআইএ কর্মকর্তাকে গণমাধ্যমের সামনে  কথা বলতে নিষেধ করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থাটির পরিচালক লিওন প্যানেটা। খবর ওয়াশিংটন পোস্টের।



বুধবার প্রকাশিত এমন একটি প্রজ্ঞাপনে প্যানেটা কর্মকর্তাদের বলেন, এই গোপন তথ্য কারো কাছে প্রকাশ করলে- অন্য কোনো সংস্থার প্রতিবেদক, বন্ধু, সহকর্মী অথবা সিআইএ’র সাবেক কর্মকর্তাদের জীবন বিপন্ন হতে পারে।

তথ্য কেউ ফাঁস করে দিলে তার বিরুদ্ধে তদন্ত করার এবং কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি।

পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে বিন লাদেনের আত্মগোপনের খবর সংগ্রহ করতে সিআইএ পার্শ্ববর্তী একটি বাড়ি থেকে নজর রাখছিল এবং নতুন প্রযুক্তির স্টিলথ ড্রোন ব্যবহার করেছে। ওয়াশিংটন পোস্টে সম্প্রতি এরকম খবর প্রকাশের পর সিআইএ প্রধান এ সতর্কতা জারি করলেন।

এর আগে বুধবার জয়েন্ট চিফস চেয়ারম্যান মাইক ম্যুলেন বলেন, এখন সামনে অগ্রসর হওয়ার সময় এবং ওই অভিযান নিয়ে আর কথা বলা বন্ধ করা উচিত।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।