ওয়াশিংটন: ফিলিস্তিন ইস্যুতে মার্কিন-ইসরায়েল সম্পর্কে এক নজিরবিহীন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বহুদিনের মিত্র এ দু’দেশের প্রধানের মধ্যে সৃষ্ট ভিন্ন অবস্থান নিয়ে শুক্রবার ওয়াশিংটনে বৈঠকে বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর।
এর আগে মধ্যপ্রাচ্য সমস্যা সমাধানে ফিলিস্তিন ভূখ-ের ১৯৬৭ সালের সীমারেখা মেনে নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েলের প্রতি আহ্বান জানালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেন।
ওবামা বলেছিলেন, ১৯৬৭ সালে যুদ্ধের আগে পর্যন্ত যে সীমারেখা ছিল তার ভিত্তিতেই ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে।
তিনি বলেন, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে ভূমি বিনিময় একটি স্থিতিশীল ফিলিস্তিন রাষ্ট্র এবং নিরাপদ ইসরায়েল রাষ্ট্র গড়তে পারে।
তবে নেতানিয়াহু এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ১৯৬৭ এর আগের সীমারেখা অসমর্থন যোগ্য।
প্রসঙ্গত, ১৯৬৭ সালে যুদ্ধে দখল করা ফিলিস্তিনি ভূখ-ের মধ্যে শুধু পশ্চিম তীরেই ৫ লাখ ইসরায়েলি বেআইনিভাবে বসতি স্থাপন করেছে। এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লংঘন সত্ত্বেও ইসরায়েল তা উপেক্ষা করে যাচ্ছে।
প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরের বেন ফ্রাঙ্কলিন রুমে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ব্যাপারে দেশের কৌশল বিষয়ে বক্তৃতা করেন। এতে তিনি ফিলিস্তিন সমস্য সমাধানে এ প্রস্তাবনা তুলে ধরেন।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মে ২০, ২০১১