ঢাকা: প্রেসিডেন্ট নির্বাচনে পিয়েরে এনকুরুনজিজাকে বিজয়ী ঘোষণা করেছে পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডির নির্বাচন কমিশন। এ নিয়ে তৃতীয়বারের মতো দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে চলেছেন তিনি।
স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) দেশটির ইলেক্টোরাল কমিশনের প্রধান পিয়েরে ক্ল্যাভার এনডায়িকারিয়ে সাংবাদিকদের জানান, মঙ্গলবারের (২১ জুলাই) নির্বাচনে এনকুরুনজিজা ৬৯.৪১ শতাংশ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আগাথন রওয়াসা পেয়েছেন ১৮.৯৯ শতাংশ ভোট।
এর আগে গত এপ্রিলে এনকুরুনজিজার নির্বাচনের অংশ নেওয়ার ঘোষণা আসার সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে বুরুন্ডির পরিস্থিতি। সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে তার নির্বাচনে অংশ নেওয়া ঠেকাতে সহিংস বিক্ষোভ শুরু করে জনতা।
সেই সঙ্গে নির্বাচন বয়কট করে বিরোধী দলগুলোও। ২০০৫ সালে গৃহযুদ্ধ শেষ হওয়ার পর এবারই প্রথম এতোটা সহিংসতার ঘটনা ঘটে দেশটিতে।
বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
আরএইচ