ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রানওয়ে থেকে ছিটকে পড়েছে এয়ার বাগানের যাত্রীবাহী প্লেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
রানওয়ে থেকে ছিটকে পড়েছে এয়ার বাগানের যাত্রীবাহী প্লেন ছবি: সংগৃহীত

ঢাকা: মায়ানমারের ইয়াঙ্গুন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে দেশটির বেসরকারি বাণিজ্যিক বিমান পরিবহন সংস্থা এয়ার বাগানের একটি যাত্রীবাহী প্লেন।

স্থানীয় সময় শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে শনিবার (২৫ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে এয়ার বাগান কর্তৃপক্ষ।

এ ঘটনায় এক যাত্রী আহত হয়েছেন।

ফেসবুকে পোস্ট করা ওই বিবৃতিতে এয়ারলাইনটি জানিয়েছে, ফ্লাইট-এটিআর৭২ প্লেনটিতে ৪৯ জন আরোহী ছিলেন। মান্দালয় থেকে ইয়াঙ্গুন আসা প্লেনটি অবতরণের সময় খারাপ আবহাওয়ার কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় এক বৌদ্ধ ভিক্ষু যাত্রী হাতে সামান্য আঘাত পেয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্লেনটি যখন ইয়াঙ্গুন পৌঁছায়, তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিলো।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।