ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

ঘোড়ার শুক্রাণু যদি হয় রাণীর জন্য উপহার....

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৯, মে ২০, ২০১১
ঘোড়ার শুক্রাণু যদি হয় রাণীর জন্য উপহার....

লন্ডন: প্রায় ছয় দশক ধরে ব্রিটেনের সিংহাসনের অধিষ্ঠাত্রী রাণী দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটিশ রাজের শীর্ষ স্থানে থেকে এ দীর্ঘ সময়ে তিনি অসংখ্য মহা মূল্যবান উপহার সামগ্রী পেয়েছেন।

তবে উপহার  হিসেবে গত বৃহস্পতিবার যা পেয়েছেন তা একেবারে অদ্ভুত। নিজের মাদী ঘোড়ার জন্যে দামি রেসের ঘোড়ার শুক্রাণু বিনামূল্যে পাওয়ার প্রস্তাব পেয়েছেন তিনি। ডেইলি এক্সপ্রেস শুক্রবার এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
 
অবশ্য একজন রেসের ঘোড়া পালন ও প্রজননকারীর জন্য সবচেয়ে মূল্যবান বস্তু তো তার প্রিয় ঘোড়াটিই। আর তা যদি হয় এক নাগাড়ে ১৪ বার রেস জেতা কোনো ঘোড়া। তাই তিনি তার প্রিয় ঘোড়ার শুক্রাণু উপহার দিয়েছেন রাণীর প্রিয় মাদী ঘোড়ার জন্য। আর এর বাজার মূল্য নাকি ৮ হাজার ৬১৫ মার্কিন ডলার!

এ অভিনব উপহারটি দিয়েছেন রাণীকে ফরাসি নারী ক্রিসটিনা প্যাটিনো। গত বছরের এপসোম ওকস (ঘোড়দৌড় প্রতিযোগিতার নাম) জেতা ঘোড়া বিগ ব্যাড ববের মালিক। রাণীর একটি মাদী ঘোড়ার জন্য তিনি এ ঘোড়ার শুক্রাণু বিনা মূল্যে দেওয়ার প্রস্তাব করেছেন।

বিগ ব্যাড ববের বয়স ১১ বছর। এ পর্যন্ত সে ১৪টি রেসে জিতেছে। ঘোড়াটি আয়ারল্যান্ডের জাতীয় প্রজনন কেন্দ্রে রয়েছে। বৃহস্পতিবার রাণী এখানে পরিদর্শনে আসেন। তিনি এখন চারদিনে সফরে আয়ারল্যান্ডে অবস্থান করছেন।

রাণী এলিজাবেথকে এই প্রজনন ও রেসের ঘোড়ার কেন্দ্রটি ঘুরে দেখান কেন্দ্রের চেয়ারম্যান লেডি ও‘রেলি। ইনি প্রভাবশালী ব্যবসায়ী টনি ওরেলির স্ত্রী।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মে ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।