ঢাকা: জাপানের রাজধানী টোকিওর আবাসিক জেলায় একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ কারণে ওই আবাসিক জেলার বেশ কিছু বাড়িতে আগুনও ধরে গেছে।
রোববার (২৬ জুলাই) সকালে রাজধানীর আবাসিক জেলা চোফুর একটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর ওই আবাসিক এলাকার অন্তত তিনটি বাড়ি ও দু’টি গাড়িতে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কিছু বাড়ির ছাদেও।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানায়, ওই উড়োজাহাজে তিন আরোহী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি দু’জনের অবস্থা জানানো হয়নি।
জাপানের টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নেভানোর কাজ করছেন দমকলকর্মীরা।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
এইচএ