ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আল-আকসা মসজিদে ঢুকে পড়েছে ইসরায়েলি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
আল-আকসা মসজিদে ঢুকে পড়েছে ইসরায়েলি পুলিশ ছবি: সংগৃহীত

ঢাকা: জেরুজালেমে আল-আকসা মসজিদে ঢুকে পড়েছে ইসরায়েলি পুলিশ। মসজিদ প্রাঙ্গনে ফিলিস্তিনি মুসলিম ও ইসরায়েলি কট্টর ইহুদিদের মধ্যে সংঘর্ষের সূত্র ধরে তারা এখানে প্রবেশ করে বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে।



রোববার (২৬ জুলাই) স্থানীয় সময় সকালে পবিত্র ‘তিশা ব’আভ’ দিবস পালন করতে মসজিদটিতে শতাধিক ইহুদি প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষের সূত্রপাত হয়। এর কিছু পরই ইসরায়েলি পুলিশ আল-আকসায় প্রবেশ করে ব্যাপক ধড়-পাকড় চালায়। সেই সঙ্গে অভিযানের সময় মসজিদ প্রাঙ্গনের ফটকও আটকে দেয়া হয় বলে জানানো হয়েছে খবরে।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মসজিদ প্রাঙ্গনের ভেতর সাউন্ড বোমা নিক্ষেপ করেছে পুলিশ।

সংঘর্ষ ও পুলিশের অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ একদিকে যেমন মুসলিমদের কাছে পবিত্র স্থান, একইভাবে ইহুদিদের কাছেও পবিত্র স্থান।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।