ইসলামবাদ: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে ন্যাটোর তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। ট্যাংকারটি আফগানিস্তানে যাচ্ছিল।
পাকিস্তানি দৈনিকে খবর বেরিয়েছে, আদিবাসী অধ্যুষিত খাইবার অঞ্চলে বেশ কিছু ছেলে ছিদ্র ট্যাংকার থেকে গড়িয়ে তেল সংগ্রহ করতে ওই অঞ্চলে জড়ো হয়। এসময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় ১৬ জন বালক নিহত হয়। স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা শফিরুল্লাহ ওয়াজির এ তথ্য জানান।
নিহতদের মধ্যে একই পরিবারের মধ্যে ১০ জন রয়েছে বলে জানা গেছে। শফিরুল্লাহ বলেন, ‘ভোর হওয়ার আগে ছোট একটি বোমা বিস্ফোরণে ট্যাংকারে আগুন ধরে যায়। এরপর আশপাশের ঘরবাড়ি থেকে লোকজন এসে ভিড় জমাতে থাকে। এসময় আকস্মিক ছড়িয়ে পড়ে। পরে দমকলকর্মীরা আগুন নেভাতে সক্ষম হয়। ’
আফগানিস্তানে যুদ্ধরত পশ্চিমা সামরিক জোট ন্যাটোর জন্য রসদ, তেলবাহী ট্যাংকার পাকিস্তানের ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়।
কর্মকর্তারা বলছেন, রিমোট কন্ট্রোলনের সাহায্যে প্রথমে ট্যাংকারে বিস্ফোরণ ঘটনো হয়। তবে এ হামলার দায় এখনো করেনি।
যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনীর অভিযানে ওসামা বিন লাদেনকে হত্যার পর তালেবান এর বদলা নেবে বলে হুমকি দিয়েছে। শুক্রবার পেশোয়ারে জঙ্গিগোষ্ঠী তালেবান যুক্তরাষ্ট্রের কনস্যুলেট গাড়ি লক্ষ্য করে হামলা চালায়।
বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, মে ২১, ২০১১