ঢাকা: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯।
সোমবার (২৭ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টা ৪৯ মিনিটে এবং বাংলাদেশ সময় ১০৪৯ মিনিটে উত্তর প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী আলাস্কার নিকোলাস্কি এলাকা থেকে ৭৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ২৭ কিলোমিটার গভীরে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। ভূমিকম্পের পর তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানায়নি সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
এইচএ/