ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আলাস্কায় ৬.৯ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
আলাস্কায় ৬.৯ মাত্রার ভূমিকম্প

ঢাকা: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৯।

ভূমিকম্পের পর তৎক্ষণাৎ কোনো সুনামি সতর্কতা জারি করা হয়েছে কিনা জানা যায়নি

সোমবার (২৭ জুলাই) স্থানীয় সময় ভোর ৪টা ৪৯ মিনিটে এবং বাংলাদেশ সময় ১০৪৯ মিনিটে উত্তর প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী আলাস্কার নিকোলাস্কি এলাকা থেকে ৭৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ২৭ কিলোমিটার গভীরে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস’র বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। ভূমিকম্পের পর তৎক্ষণা‍ৎ কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর জানায়নি সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।