ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় সেনা পাঠাবে না তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
সিরিয়ায় সেনা পাঠাবে না তুরস্ক ছবি: সংগৃহীত

ঢাকা: ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে সিরিয়ায় সেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই তুরস্কের। দেশটির প্রধানমন্ত্রী আহমেত দেভতগলু এ কথা জানিয়েছেন।



তবে সিরিয়ায় আইএস ও ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) স্থাপনায় তুর্কি হামলার বিষয়টিকে সমর্থন দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, এতে পরিস্থিতি হয়তো পাল্টেও যেতে পারতো।

এদিকে, নিরাপত্তা ইস্যুতে আলোচনা করতে মঙ্গলবার (২৮ জুলাই) জরুরি বৈঠক ডেকেছে ন্যাটো। ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে এ বৈঠক আহ্বান করেন।

বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বিষয়ে আলোচনা করতে তুরস্কের অনুরোধের প্রেক্ষিতে ‘ওয়াশিংটন চুক্তি’-এর আর্টিকেল-৪ এর বলে এ বৈঠক আহ্বান করা হচ্ছে।

বৈঠকে ন্যাটোভুক্ত ২৮ দেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। জেনস স্টলটেনবার্গ তার বিবৃতিতে সদস্য রাষ্ট্রগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।