ঢাকা: কুয়েত ও কাতার সফর শেষে ইরাক পৌঁছেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। রোববার (২৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় তিনি সেখানে পৌঁছান।
রোববার (২৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় নাজাফে অবতরণের পর মহানবীর (সা.) দৌহিত্র ইমাম হোসেনের (রা.) প্রতি সম্মান জানাতে তিনি পবিত্র নগরী কারবালার উদ্দেশে রওনা হন। সোমবার (২৭ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় বাগদাদে ইরাকি প্রেসিডেন্ট ফুয়াদ মাসুম, প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি, সংসদ স্পিকার সেলিম আল-জাবুরি ও পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল জাফারির সাক্ষাৎ করবেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
জাভেদ জারিফের এ সফরে ইরান ও ইরাকের নেতারা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। সেই সঙ্গে ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির পরমাণু চুক্তি বিষয়েও আলোচনা হবে বলে জানিয়েছে ইরানভিত্তিক বেসরকারি সংবাদ সংস্থা তাসনিম।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
আরএইচ