ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইথিওপীয় সরকারের সমালোচনা ওবামার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
ইথিওপীয় সরকারের সমালোচনা ওবামার সংগৃহীত

ঢাকা: বিরোধীদের দমনে ও সংবাদমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করায় ইথিওপীয় সরকারের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

সোমবার (২৭ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী হাইলেমারিয়াম দেসালেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ সমালোচনা করেন।



রোববার (২৬ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় বৃষ্টিস্নাত আদ্দিস আবাবায় পৌঁছালেও সোমবার সকাল থেকেই শুরু হয় ওবামার আনুষ্ঠানিক সফর। তিনিই প্রথম মার্কিন প্রেসেডিন্টে, যিনি আফ্রিকার জনবহুল এই দেশটি সফর করছেন।

সংবাদ সম্মেলনে ওবামা বলেন, আমি বিশ্বাস করি, যখন সব কণ্ঠস্বর শোনা যাবে, জনতা জানবে তারা রাজনৈতিক প্রক্রিয়ায় সংযুক্ত, তখনই একটা দেশ আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে। সফলতা ধরা দেওয়ার পাশাপাশি এগিয়ে যাওয়ার পথে অন্যান্য বিষয়গুলোও সামনে চলে আসে।

তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় আমাদের প্রতিশ্রুতি বাস্তব। পৃথিবী অগণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ পরিচালনার প্রচলিত সংস্কৃতির শতাব্দি থেকে অনেক আগেই বেরিয়ে এসেছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।