কাবুল: আফগানিস্তানের রাজধানী কাবুলের সামরিক হাসপাতালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে শনিবার অন্তত তিনজন নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।
একজন আফগান গোয়েন্দা কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, দুজন আত্মঘাতী বোমা হামলাকারী চরসদ বেস্তার হাসপাতালের ভেতরে প্রবেশ করে। এদের মধ্যে একজন হাসপাতালের ক্যান্টিনেই নিজেকে উড়িয়ে দেয়। আরেকজন হাসপাতালের ভেতরেই অবস্থান নিয়েছে বলেও তিনি জানান।
হাসপাতালের একজন ডাক্তার বলেন, ‘বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ক্যান্টিন অঞ্চল থেকে সবাই দৌড়াদৌড়ি শুরু করে। হামলার সময় লোকজন দুপুরের খাবার খাচ্ছিল। আমরা আমাদের কক্ষেই লুকিয়ে আছি, কারণ আরেকজন হামলাকারী এখনো ভবনের ভেতরে রয়েছে। ’
৪০০ শয্যাবিশিষ্ট চরসদ বেস্তার হাসপাতালটি ১৯৭০-এর দশকে নির্মিত। সোভিয়েত আক্রমণের সময় সেনাদের এখানে চিকিৎসা দেওয়া হতো।
তালেবান সরকারের পতনের পর পশ্চিমা দেশগুলো লাখ লাখ ডলার হাসপাতালে উন্নয়নের কাজে বিনিয়োগ করেছে। এখানে আধুনিক যন্ত্রপাতি ও চিকিৎসা উপকরণ আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ২১, ২০১১