ঢাকা: কয়েকদশক ধরে অটোমোবাইল বাজারে একাধিপত্য বিস্তার করে রাখা টয়োটা বুঝি এবার ধাক্কা খেলো জার্মানির ভক্সওয়াগনের কাছে। জানুয়ারি-জুন অর্ধবার্ষিকী প্রতিবেদন তাই বলছে।
মঙ্গলবার (২৮ জুন) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের প্রথম অর্ধবার্ষিকীতে জাপানের শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির বিশ্ববাজারে বিক্রি কমেছে ১.৫ শতাংশ (গত বছরের একই সময়ের তুলনায়)।
তবে উল্লেখযোগ্য বিষয় এই, প্রথম ছয় মাসে বিশ্ববাজারে যেখানে টয়োটার পাঁচ কোটি দুই লাখ গাড়ি বিক্রি হয়েছে, সেখানে ভক্সওয়াগনের বিক্রির সংখ্যা দুই লাখ বেশি, পাঁচ কোটি চার লাখ।
আর এতে প্রথমবারের মতো ‘জ্বালানি সাশ্রয়ী’ কনসেপ্ট নিয়ে বাজারে আসা টয়োটা ধাক্কা খেলো ভক্সওয়াগনের কাছে।
চলতি মাসের শুরুতে ভক্সওয়াগন জানায়, ইউরোপ ও উত্তর আমেরিকায় গাড়ি বিক্রি বেড়েছে। তবে চীনে কিছুটা কমেছে।
এর আগে ২০১১ সালে জাপানে ভূমিকম্প পরবর্তী সুনামির আঘাতে উৎপাদন বন্ধ থাকায় জেনারেল মোটরস’র কাছে বাজার হারায় টয়োটা। তবে প্রাইয়াস হাইব্রিড, ক্যামরি সিডান ও লেক্সাস লাক্সারি মডেলের ব্যাপক চাহিদা পরবর্তী বছরই শীর্ষস্থানে নিয়ে আসে প্রতিষ্ঠানটিকে।
গত তিন বছর ধরে গাড়ি বিক্রিতে শীর্ষস্থানে থাকা টয়োটার চলতি বছরের প্রথম প্রান্তিকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও চীনের বাজারে বিক্রি বেড়েছে।
২০১৪ সালে বিশ্ববাজারে দশ কোটি ২৩ লাখ গাড়ি বিক্রি করেছে টয়োটা। আর ভক্সওয়াগনের গাড়ি বিক্রির সংখ্যা দশ কোটি ১৪ লাখ।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৫
জেডএস/