ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আয়ারল্যান্ডে ওবামার নতুন দুই জ্ঞাতিভাইয়ের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, মে ২১, ২০১১
আয়ারল্যান্ডে ওবামার নতুন দুই জ্ঞাতিভাইয়ের সন্ধান

ডাবলিন: বংশপরিচয় নিয়ে বিপাকে পড়া যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণনাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার নতুন দুইজন জ্ঞাতিভাইয়ের সন্ধান মিলেছে আয়ারল্যান্ডে। শুক্রবার ওবামার পূর্ব পুরুষদের এ শাখা আবিষ্কারের ঘোষণা দিয়েছেন গবেষকরা।



পারিবারিক ইতিহাস গবেষণা প্রতিষ্ঠান এনেক্ল্যান এক বিবৃতিতে জানায়, আগামী সপ্তাহে আয়ারল্যান্ড সফরে ওবামা জ্ঞাতিভাইদের উষ্ণ অথ্যর্থনা পাবেন। দেশটির মোনিগাল গ্রামের অধিবাসী ডিক বেন তার চতুর্থ প্রজন্মের জ্ঞাতিভাই এবং টম ডোনোভান তৃতীয় প্রজন্মের জ্ঞাতিভাই। প্রথমে বাদ পড়লেও পরে এরা ওবামার সঙ্গে সাক্ষাত করার আমন্ত্রণ পেয়েছেন। এই গ্রামে ওবামার চতুর্থ পুরুষের পিতামহ (মায়ের পক্ষের) বসবাস করতেন।

ওবামার চতুর্থ প্রজন্মের জ্ঞাতিভাই হেনরি হিলি অবশ্য আগেই দাওয়াত পেয়েছেন। ওই গ্রামে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাত করার টিকিট পেয়েছেন প্রায় ২ হাজার মানুষ। এদের বেশিরভাগ তার জ্ঞাতি।

তবে ডাবলিনের ট্রিনিটি কলেজ ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এনেক্ল্যান জানায়, তাদের গবেষণায় পাওয়া নতুন ফলাফলের ভিত্তিত্বেই ডিক বেন এবং টম ডোনোভান আগামী সপ্তাহে ওবামার সঙ্গে সাক্ষাতের জন্য আমন্ত্রণ পেয়েছেন। আর এরা অন্যদের চেয়ে সসম্পর্কে আরো অনেক বেশি কাছাকাছি।

ওবমার চতুর্থ পুরুষের মাতামহ ফ্যালমাউথ কেরনি ছিলেন একজন মুচির ছেলে। ১৮৫০ সালে তার বয়স যখন ১৯ বছর তখন আয়ারল্যান্ডে ভয়াবহ দুর্ভিক্ষের কারণে তিনি দেশ ছেড়ে অভিবাসী হন এবং শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওহিওতে বসবাস শুরু করেন।

সর্বশেষ গবেষণায় জানা যাচ্ছে, কেরনির মা ফোবি ডোনোভান হচ্ছেন ফুলমোথ ডোনোভান এবং ম্যারি বেন দম্পতির মেয়ে। এই দম্পতি আবার ডিক বেন এবং টম ডোনোভানের পূর্বপুরুষ এবং একইভাবে ওবামারও পূর্ব পুরুষ।

গবেষকরা জানান, আরো গভীর অনুসন্ধানে জানা গেছে প্রেসিডেন্ট ওবামার শিকড় সম্ভবত ইউরোপ মহাদেশেই। বেন (নবহহ) পরিবার হয়ত পরে সেখান থেকে অভিবাসী হয়েছেন। পরে ১৭৫০ এর দশকে তাদের পদবী হয়েছে বেহন (নবযহ)।

এনেক্ল্যানের গবেষণা প্রধান ফিওনা ফিটজসিমোনস বলছেন, আমাদের ধারণা বেনরা মূলে হয়ত ফ্লেমিশ (বেলজিয়ান ডাচ) অথবা ডাচ বা ফরাসি প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান ছিলেন যারা ১৭’এর শতকে আয়ারল্যান্ডে স্থায়ী হন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মে ২১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।