ঢাকা: ভারতের সাবেক প্রেসিডেন্ট ‘মিসাইল ম্যান’ খ্যাত সদ্যপ্রয়াত এপিজে আবদুল কালামের শ্রদ্ধায় বিশ্বখ্যাত ও জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ভারত এডিশনে বুধবার (২৯ জুলাই) কালো ব্যাজ প্রদর্শন করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়।
বিখ্যাত এই বিজ্ঞানীর সার্বজনীন গ্রহণযোগ্যতার প্রতি সম্মান জানিয়ে গুগল শোকের এ প্রতীক চিহ্ন সংযুক্ত করেছে।
বিশেষ মুহূর্ত, উপলক্ষ বা কোনো গুরুত্বপূর্ণ বার্ষিকীতে গুগলের হোম পেজে প্রাসঙ্গিক ছবি, চিত্র, চিহ্ন বা ব্যাজ সংযুক্ত করে থাকে।
এর আগে চলচ্চিত্রকার সত্যজিত রায়, গণিতবিদ শকুন্তলা দেবী, অভিনেতা রাজ কাপুরসহ অন্যদের ক্ষেত্রেও গুগল বিশেষ প্রতীক ব্যবহার করেছিলো।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় এপিজে আবদুল কালাম ভারতের শিলংয়ের হাসপাতালে চিকিৎসাধানী অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৪ বছর। ভারতরত্ম পুরস্কার পাওয়া এ পরমাণু বিজ্ঞানীর পুরো নাম আবুল পাকির জয়নুল-আবেদিন আবদুল কালাম।
বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৫
টিআই
** আবদুল কালামের অজানা ১০