ঢাকা: এক মাস আগে পর্যটন নগরী সউসেতে সন্ত্রাসী হামলার ঘটনায় দেশে জারি করা জরুরি অবস্থার সময়সীমা আরও দুই মাস বাড়িয়েছে তিউনিসিয়া।
শুক্রবার (৩১ জুলাই) দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের ফেসবুক পেজে এক বিবৃতিতে বর্ধিত সময়সীমার কথা জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, তিউনিসীয় প্রধানমন্ত্রী ও সংসদের স্পিকারের সঙ্গে আলোচনা করেই প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি এ সিদ্ধান্তে পৌঁছেছেন।
বিবৃতিতে আরও জানানো হয়, আগামী সোমবার (০৩ আগস্ট) থেকে বর্ধিত সময়ের জরুরি অবস্থা বলবৎ হবে।
গত ২৬ জুন তিউনিসিয়ার পর্যটন নগরী সউসেতে দুই বন্দুকধারীর হামলায় বিদেশি পর্যটকসহ অন্তত ৩৭ জন নিহত হয়। পরদিন ২৭ জুন এ হামলার দায় স্বীকার করে নেয় ইসলামিক স্টেট (আইএস)।
এ হামলার ঘটনায় গত ৪ জুলাই প্রেসিডেন্ট বেজি সাইদ এসেবসি দেশে জরুরি অবস্থা জারি করেন। সেই সঙ্গে তিউনিসিয়ার পর্যটন এলাকাগুলোয় অতিরিক্ত ৩ হাজার নিরাপত্তা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৫
আরএইচ