ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

লন্ডনে হামলার পরিকল্পনা আল কায়েদার নতুন প্রধানের

আন্তর্জাতিক ডেক্স | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩০, মে ২২, ২০১১
লন্ডনে হামলার পরিকল্পনা আল কায়েদার নতুন প্রধানের

লন্ডন: লাদেন হত্যার প্রতিশোধ হিসেবে লন্ডনে বড়সড় হামলার পরিকল্পনা নিয়েছেন ৫৯ বছর বয়সী আল কায়েদার নতুন নেতা সাঈফ আল আদেল।

আল কায়েদার প্রধান নেতা নির্বাচিত হবার ক’দিন পরেই তিনি এমন ঘোষণা দিলেন।



আরেক জঙ্গিগোষ্ঠী তালেবানের এক মুখপাত্র খবরটি নিশ্চিত করে বলেন, ‘আমাদের নেতা লন্ডনে আক্রমণের পরিকল্পনা নিয়েছেন। তিনি বিশ্বাস করেন, যুক্তরাজ্য পুরো ইউরোপের মেরুদ-। আর তাই একে ধ্বংস করে দেয়া জরুরি। ’

সাঈফ আল আদেল ছিলেন মিশরীয় বিশেষ বাহিনীর একজন নিয়মিত সৈন্য। ১৯৮০ সালে আফগানিস্তানে তৎকালীন সোভিয়েত বাহিনীর বিরুদ্ধেও লড়াই করেন আদেল । একই সঙ্গে তিনি এক সময় ওসামা বিন লাদেনের নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন।

২০০১ সাল থেকে এফবিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম আছে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মে ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।