ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে লাদেনকে হত্যার মতো আরও অভিযান চলবে: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মে ২২, ২০১১
পাকিস্তানে লাদেনকে হত্যার মতো আরও অভিযান চলবে: ওবামা

ওয়াশিংটন: আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার মতো আরও অভিযান চালাবে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন।



তিনি বলেন, পাকিস্তানে আরও কোনো জঙ্গী নেতাকে পাওয়া গেলে একই ধরনের অভিযান চালানো হবে।

ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্র পাকিস্তানের সার্বভৌমত্বের প্রশ্নে সচেতন। তবে এমন সফল অভিযান আমাদের সক্রিয় তৎপরতা ছাড়া সম্ভব হতো না। ’

পাকিস্তানের অ্যাবোটাবাদে গত ২ মে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নেভি সিলের অভিযানের পর থেকে ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যে মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

ইউরোপ সফরের প্রাক্কালে বারাক ওবামা একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘পাকিস্তানের যেকোনো জায়গায় তালেবান নেতা মোল্লা ওমর বা কোনো আল কায়েদার উঁচু সারির নেতাকে পাওয়া গেলেই সেখানে মার্কিন বাহিনী অভিযান চালাবে। আমাদের অগ্রাধিকার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা। ’
 
বারাক ওবামা বলেন, ‘আমরা পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু কোনো ব্যক্তি বা গোষ্ঠী আমাদের জনগণ ও বন্ধুভাবাপন্ন রাষ্ট্রগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াবে তা আমরা মেনে নেব না। এ ধরনের কোনো বিধ্বংসী পরিকল্পনার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। ’

তবে হামলার পরপরই ইসলামাবাদ যুক্তরাষ্ট্রের এমন অভিযান বিষয়ে সতর্ক করে জানায়, আর যেন এ ধরনের হামলা না চালানো হয়।

অ্যাবোটাবাদের বাড়িতে বিন লাদেনকে পাওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র বলে আসছে আল কায়েদার প্রধানের পাকিস্তানে আশ্রয়ের পেছনে দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জড়িত। তবে ইসলামাবাদ সরাসরি এমন অভিযোগ অস্বীকার করে বলে, একটি স্বার্বভৌম দেশের অভ্যন্তরে বাইরের কোনো রাষ্ট্রের অভিযান কোনোভাবেই যৌক্তিক হতে পারে না।

এদিকে পাকিস্তানের সীমান্ত এলাকায় নিয়মিতভাবে মানববিহীন মার্কিন বিমান বা ড্রোন হামলার ঘটনা ঘটছে। এ নিয়ে দুদেশের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আফগানিস্তান প্রসঙ্গে ওবামা বলেন, ‘আমরা তালেবানদের উচ্ছেদ করে আফগানিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক পুনগর্ঠনে কাজ করে যাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।