ঢাকা: ভারতের মণিপুর রাজ্যে ভূমিধসের ঘটনায় চাপা পড়ে গেছে পুরো একটা গ্রাম। এ ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।
শনিবার (০১ আগস্ট) মায়ানমারের সীমান্তবর্তী রাজ্যের চান্ডেল জেলার প্রত্যান্ত জৌমল গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
এক কর্মকর্তা জানিয়েছেন, হতাহত ও ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। উদ্ধার কাজের শেষেই এটা জানা যাবে।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, যতদূর জানতে পেরেছি, অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে এ ঘটনায়।
এদিকে, খারাপ আবহাওয়ার কারণে ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ায় রোববার (০২ আগস্ট) দুপুর পর্যন্ত উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
চান্ডেলের সাংসদ ভিক্টর নাংলাং একটি সংবাদমাধ্যমকে বলেন, খবর পেয়েই উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে তাদের পৌঁছাতে দেরি হচ্ছে। আজ (রোববার) যেকোনো সময় তারা সেখানে পৌঁছাবে।
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৫
আরএইচ/