ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বাগদাদে সিরিজ বোমা হামলায় নিহত ১৬

আন্তর্জঅতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, মে ২২, ২০১১
বাগদাদে সিরিজ বোমা হামলায় নিহত ১৬

বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদে রোববার সিরিজ বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরো অনেকে।

স্থানীয় কমকর্তারা এ কথা জানিয়েছেন। খবর বিবিসির।

রোববার সকালে লোকজন যখন কাজে যাচ্ছিল তখন বাগদাদের অভ্যন্তরে একাধিক স্থানে রাস্তার পাশে পেতে রাখা বোমা এবং গাড়ি বোমা বিস্ফোরণে এ হতহতের ঘটনা ঘটে। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় বাগদাদের উত্তরে তাজি এলাকায়। এখানে ১০ জন লোক নিহত হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, কমপক্ষে ১৪টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এর মধ্যে ৫টি বোমা বাদগাদের দক্ষিণাঞ্চলের একটি পুলিশ স্টেশন লক্ষ্য করে ছোঁড়া হয়। তবে অন্যগুলির লক্ষ্যবস্তু চিহ্নিত করা যায়নি।

তাজি এলাকায় যখন বিস্ফোরণটি ঘটে তখন সেখানে পুলিশ কর্মকর্তা আগের একটি বোমা বিস্ফোরণের ঘটনার তদন্ত করছিল। এখানে নিহত ১০ জনের মধ্যে ৭ জনই পুলিশ কর্মকর্তা।

তবে বোমা হামলার দায় কেউ স্বীকার করেনি।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, মে ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।