ওয়াশিংটন: সবক্ষেত্রে এগিয়ে থাকতে হলে ভারত ও চীনের তরুণ প্রজন্মের সঙ্গে কঠিন প্রতিয়োগিতার মুখোমুখি হতে হবে বলে মার্কিন শিক্ষার্থীদের সতর্ক করে দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
টেনেসি অঙ্গরাজ্যের মেমফিসে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা ভারত ও চীনের তরুণ প্রজন্মের সঙ্গে কঠিন প্রতিযোগিতার মধ্যে আছ। ওই দেশ দুটির শিশুরা বেশ জ্ঞানপিপাসু। তারা কঠোর পরিশ্রম করছে। তাদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে তোমাদেরও প্রস্তুত হতে হবে। ’
ওবামা আরো বলেন, ‘আমরা একটি নতুন বিশ্বে বাস করছি। আগে এমন হতো, কঠোর পরিশ্রম করার ইচ্ছা থাকলে তুমি কোনো কারখানায় বা অন্য কোনো প্রতিষ্ঠানে একটা চাকরি পেতে পারতে। কিন্তু সে দিন চলে গেছে। বিশ্বাস কর আর নাই করো তোমাকে শুধু যে ন্যাশভিলে বা আটলান্টার চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে তা নয়। বাইরের বিশ্বের সঙ্গেও প্রতিযোগিতা করতে হবে। ’
তিনি বলেন, ‘একটি দেশ হিসেবে আমাদের সব তরুণদের প্রস্তুত করতে হবে। শুধু কিছু সংখ্যক তরুণ সফল হলেই চলবে না আমাদের সব তরুণকেই উৎপাদনে অবদান রাখতে হবে। এছাড়া আমরা কোনোভাবেই সফল হতে পারব না। তোমাকে শিখতে হবে কীভাবে সূক্ষè চিন্তা করতে হয় এবং অনাকক্সিক্ষত যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল খুঁজে বের করতে হবে। ’
শিক্ষার্থীদের যুক্তিবাদী হতে, তথ্য মূল্যায়ন করতে এবং চিন্তায় স্বকীয়তা অর্জন করার কৌশল শিখাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শিক্ষা মানুষকে শৃঙ্খলা শেখায়। এই শ্রেষ্ঠ গুণটি অর্জিত হয় অব্যাহত প্রচেষ্টা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ২২, ২০১১