ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খাদ্য নিরাপত্তা বিধি ভঙ্গের দায়ে চীনে ১০৬ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, মে ২২, ২০১১
খাদ্য নিরাপত্তা বিধি ভঙ্গের দায়ে চীনে ১০৬ জনের কারাদণ্ড

বেইজিং: খাদ্য নিরাপত্তা বিধি ভঙ্গের দায়ে ১০৬ ব্যক্তিকে সাজা দিয়েছে চীনের একটি আদালত। গত ছয় মাসে তাদের বিরুদ্ধে করা ৬১টি মামলার রায়ে এ রায় দেওয়া হয়।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।

গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছরের এপ্রিল পর্যন্ত  দেওয়া রায়ে এ সংখ্যা জানা গেছে।

সংবাদ সংস্থা চিনহুয়া এক প্রতিবেদনে জানায়, সুপ্রিম পিপলস কোর্টে দায়ের করা মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে- এরা বিষাক্ত অথবা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর খাদ্য উৎপাদন ও বিপনন করেছে যা স্বাস্থ্যবিধিতে উল্লেখিত খাদ্যমান নিশ্চিত করেনি।

উল্লেখ্য, এর আগে চীনের একাধিক দুগ্ধ কারখানা ও শিশুখাদ্য বিপনন প্রতিষ্ঠানের বিরুদ্ধে শিশুদের জন্য কৌটাজাত দুধে বিষাক্ত মেলামিন ব্যবহারের অভিযোগ উঠেছে চীন ও বাংলাদেশে।

বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টাম, মে ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।