ঢাকা: বিদ্রোহী গ্রুপ ন্যাশনালিস্ট স্যোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের (এনএসসিএন) সঙ্গে ঐতিহাসিক শান্তিচুক্তি করেছে ভারত সরকার।
সোমবার (০৩ আগস্ট) এ শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
মুইভাহ বলেন, এই শান্তিচুক্তির জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। মহাত্মা গান্ধির প্রতি নাগাল্যান্ডের জনগণের অন্তরে গভীর শ্রদ্ধা রয়েছে। আমরা সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর নেতৃত্বকেও তারিফ করি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তিনি বলেন, তার কারণেই আমদের একে অপরকে কাছে থেকে বোঝার সুযোগ সৃষ্টি হয়েছে। আর এ কারণেই এই নতুন সম্পর্ক তৈরি সম্ভব হলো। নাগার জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার নেতৃত্বের জন্য আজীবন মনে রাখবে।
মুইভাহের বক্তব্যের পরপরই প্রধানমন্ত্রী মোদি শান্তিচুক্তির ঘোষণা দেন। এসময় তিনি বলেন, নাগাল্যান্ডের রাজনৈতিক ইস্যু ছয় দশক ধরে ঝুলে আছে। এ ঘটনায় আমরা অনেক প্রাণহানী দেখেছি।
এসময় প্রজ্ঞা ও সাহসিকতার সঙ্গে শান্তিচুক্তি স্থাপণে ভূমিকা রাখার জন্য মোদি এনএসসিএন নেতা থুইঙ্গালেং মুইভাহ ও ইসাক সু’য়ের প্রশংসা করেন।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৫
আরএইচ