ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

প্রয়োজনে পাকিস্তানে আবারও অভিযান চালাবো: ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, মে ২২, ২০১১
প্রয়োজনে পাকিস্তানে আবারও অভিযান চালাবো: ওবামা

ওয়াশিংটন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন,  প্রয়োজন হলে আল কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা-অভিযানের মতো অভিযান আবার চালানো হবে। লাদেনের মতো দুর্ধর্ষ কোনো সন্ত্রাসীর পিছু নিতে এমন অভিযান চালাতে দ্বিধা করবে না তার দেশ।



তিনি পাকিস্তানের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করেন। তবে খুব বড় মাপের টার্গেট হওয়ার মতো কোনো জঙ্গির সন্ধান পাওয়া গেলে সেখানে আবারও চলবে অভিযান। ওবামার ভাষায়, লাদেনের মতো  সন্দেহভাজন কোনো ‘হাই ভ্যালু টার্গেট’ পাকিস্তানে আত্মগোপন করে আছে  জানতে পারলে মার্কিন বাহিনী আবারও পাকিস্তানের ভƒখ-ে ঢুকে পড়ে অভিযান চালাবে।

ইউরোপ সফরের প্রাক্কালে একটি আন্তজার্তিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেন ওবামা। সাক্ষাৎকারটি নেওয়া হয় হোয়াইট হাউসের ডিপ্লোম্যাটিক রিসেপশন রুমে।

পাকিস্তানের উদ্দেশে ওবামার এই দ্ব্যর্থহীন বক্তব্য ্এমন এক সময়ে এল যখন পাকিস্তান ভূখ-ে ঢুকে লাদেন হত্যা-অভিযান নিয়ে ঘিরে দুদেশের সম্পর্কে চলছে অভূতপূর্ব টানাপোড়েন।   ওই হামলার পরপরই ইসলামাবাদ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছিল, পাকিস্তানের ভূখ-ে আবার যদি এমন অভিযান চালানো হয় তাহলে এর সমুচিত জবাব দিতে কসুর করবে না পাকিস্তান।

কিন্তু পাকিস্তানের প্রচ্ছন্ন এই হুমকিকে বর্তমান মার্কিন  প্রশাসন যে মোটেই গুরুত্ব দিচ্ছে না তা ওবামার চাঁছাছোলা বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে। ওবামার ভাষায়,  ‘আমি পাকিস্তানকে বরাবরই সাফ সাফ জানিয়ে দিয়েছি, আমাদের কাজ হলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা। ’

ওবামা বলেন ‘পাকিস্তানের সার্বভৌমত্বেও প্রতি আমরা খুবই শ্রদ্ধাশীল । তবে কেউ আমাদেও জনগণকে বা আমাদেও মিত্রদেশের জনগণকে হত্যার পরিকল্পনা আঁটবে , আমরা তো তা হতে দিতে পারি না। এধরনের পরিকল্পনা সফল করার চেষ্টা চলবে আর আমরা হাত গুটিয়ে বসে থাকবো তাতো হয় না। ’

ইউরোপ সফরের প্রাক্কালে দেওয়া সাক্ষাৎকারে বারাক ওবামা বলেন, ‘চলতি মাসে পাকিস্তানের আবোটাবাদে ওসামা বিন লাদেনকে হত্যার জন্য পরিচালিত অভিযানটি ছিল যুক্তরাষ্ট্রের জন্য এক ‘শক্তিমান মুহূর্ত’ ।

প্রয়োজনে এমন মুহুর্ত আবার আসবে বলে জানিয়ে দিয়ে ওবামা বলেন, যদি দেখা যায় পাকিস্তানের কোথাও তালেবান নেতা মোল্লা ওমর বা আল কায়েদার কোনো উঁচু সারির নেতা ঘাপটি মেরে আছে, তাহলে মার্কিন বাহিনী পাকিস্তানের ভেতরে ঢুকে পড়তে দ্বিধা করবে না। লাদেন হত্যা অভিযানের মতো আবারও চালানো হবে সাঁড়াশি অভিযান।

কারণ  ওবামার ভাষায়, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা। ’
 
পাকিস্তানের অ্যাবোটাবাদে গত ২ মে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী নেভি সিলের অভিযানের পর থেকে ইসলামাবাদ ও ওয়াশিংটনের মধ্যে মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

অ্যাবোটাবাদের বাড়িতে বিন লাদেনকে পাওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র বলে আসছে আল কায়েদার প্রধানের পাকিস্তানে আশ্রয়ের পেছনে দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জড়িত। তবে ইসলামাবাদ সরাসরি এমন অভিযোগ অস্বীকার করে বলে, একটি স্বার্বভৌম দেশের অভ্যন্তরে বাইরের কোনো রাষ্ট্রের অভিযান কোনোভাবেই যৌক্তিক হতে পারে না।

এদিকে পাকিস্তানের সীমান্ত এলাকায় নিয়মিতভাবে মানববিহীন মার্কিন বিমান বা ড্রোন হামলার ঘটনা ঘটেই চলেছে ।

আফগানিস্তান প্রসঙ্গে ওবামা বলেন, ‘আমরা তালেবানদের উচ্ছেদ করে আফগানিস্তানের রাজনৈতিক ও অর্থনৈতিক পুনর্র্গনে কাজ করে যাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।