ঢাকা: দানবীয় একটি ছাতা তৈরি করে বিশ্ব রেকর্ড গড়লো চীন। দেশটির একটি প্রতিষ্ঠান ২৩ মিটার ব্যাসের ও ১৪.৪ মিটার উচ্চতার এ ছাতা তৈরি করে।
সোমবার (০৩ আগস্ট) চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংশির শিয়াংজি জেলায় ছাতাটি উন্মুক্ত করা হয়। এর আগে বিশ্বের সবচেয়ে বড় ছাতার রেকর্ড ছিল ভারতের। ২০১০ সালে এ রেকর্ড গড়ে গিনেস বুকে নাম লেখায় দেশটি।
চীনা সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, দেশটির একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান নতুন ছাতাটি তৈরি করেছে। সেখানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রতিনিধি ছাতা উন্মুক্তের দিনই তা পরিদর্শন করেন।
সিনহুয়া আরও জানিয়েছে, ৫.৭ টন (৫,৭০০ কেজি) ওজনের এই ছাতাটি একটি প্লাজায় স্থাপন করা হয়েছে। ৪১৮ বর্গমিটারের সমপরিমাণ এলাকা ঢেকে ফেলে ছাতাটি।
২০১০ সালে ভারতের তৈরি ছাতাটির ব্যাস ছিল ১৭.০৬ মিটার, আর উচ্চতা ছিল ১০.৯৭ মিটার। এর ওজন ছিল দুই হাজার ২০০ কেজি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের তথ্য অনুযায়ী, ভারতের পুনে এলাকায় ২০১০ সালের ১৪ আগস্ট উন্মুক্ত করা ওই ছাতাটি ম্যাক্স নিউইয়র্ক লাইফ ইনস্যুরেন্স কোম্পানি তৈরি করেছিল।
বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
আরএইচ/আরআই