ঢাকা: সমালোচিত দক্ষিণ কোরীয় স্বাস্থ্যমন্ত্রী মুন হিয়ং-পিওকে অপসারণ করেছেন দেশটির প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হিয়ে।
মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রম (মার্স) মহামারী মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দেওয়ার কারণে মঙ্গলবার (০৪ আগস্ট) তাকে অপসারণ করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, মুন হিয়ং-পিও’র স্থানে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চুং চিন-ইওবকে। তিনি এর আগে সিওল ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
মার্স মহামারীর শেষ হয়েছে, সিওলের এমন ঘোষণা আসার এক সপ্তহ পরই এ পরিবর্তন আনলেন প্রেসিডেন্ট পার্ক। এখনও দেশের হাসপাতালগুলোয় মার্স আক্রান্ত রোগির চিকিৎসা চললেও নতুন করে আর কোনো রোগি সনাক্ত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
আরএইচ