ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাতারে তালেবানদের রাজনৈতিক প্রধানের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৫
কাতারে তালেবানদের রাজনৈতিক প্রধানের পদত্যাগ সংগৃহীত

ঢাকা: নেতৃত্ব নিয়ে তালেবানের ভেতরে সৃষ্ট ফাটল যেন আরও প্রকট হয়ে উঠছে। নতুন নেতা মোল্লা আখতার মনসুরের প্রতি সংগঠনের পরলোকগত সর্বোচ্চ নেতা মোল্লা ওমরের ভাই ও ছেলের অনাস্থা প্রকাশের পর এবার পদত্যাগ করলেন সংগঠনটির কাতারে রাজনৈতিক কার্যালয়ের প্রধান সৈয়দ তৈয়ব আগা।



আখতার মনসুরকে নির্বাচনের প্রক্রিয়ার সমালোচনা করে এক বিবৃতিতে তৈয়ব আগা জানিয়েছেন, তিনি পদত্যাগ করতে চলেছেন।

মোল্লা ওমরের সময় তার একান্ত সচিবের দায়িত্ব পালন করা সৈয়দ তৈয়ব আগা বিবৃতিতে আরও বলেন, ভবিষ্যৎ বিরোধ এড়াতেই তিনি পদত্যাগ করছেন।

মোল্লা ওমরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার পর গত বৃহস্পতিবার (৩০ জুলাই) আখতার মনসুরকে নতুন নেতা ঘোষণা করে তালেবান।

এর পরপরই ওমরের ভাই মোল্লা আব্দুল মানান ও ছেলে ইয়াকুবসহ বেশ কিছু নেতা অভিযোগ করেন, তাদের সঙ্গে নেতা নির্বাচনের ব্যাপারে আলোচনা করা হয়নি।

কয়েকজন তালেবান নেতা মনে করেন, সংগঠনটির পাকিস্তানপন্থি গ্রুপের কর্মীরাই আখতার মনসুরকে নেতা নির্বাচিত করেছে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
আরএইচ/আরআই

** ফাটল ধরেছে তালেবানে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।