ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনের সামরিক ঘাঁটি থেকে পিছু হটলো হুথিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, আগস্ট ৪, ২০১৫
ইয়েমেনের সামরিক ঘাঁটি থেকে পিছু হটলো হুথিরা ছবি: সংগৃহীত

ঢাকা: হুথি বিদ্রোহীদের হটিয়ে ইয়েমেনের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি পুনর্দখল করলো দেশটির সরকারি বাহিনী। এ কাজে ইয়েমেন সরকারকে সাহায্য করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।



তবে বিনা রক্তপাতে আল-আনাদ ঘাঁটি পুনর্দখল হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, দুই পক্ষের তুমুল লড়াইয়ে অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছেন।

সোমবার (৩ আগস্ট) সরকারের পক্ষে থেকে এক বিবৃতিতে এডেনের উত্তরে লাহেজ রাজ্যের ওই ঘাঁটি হুথিদের হাত থেকে রক্ষা করার কথা জানানো হয়।

বিবৃতিতে আরো বলা হয়, আরব-নেতৃত্বাধীন জোট ও পপুলার রেসিট্যান্স কমিটি বাহিনী সাহায্যে আল-আনাদ ঘাঁটি পুনরায় দখলে নেওয়া সম্ভব হয়েছে।

চলতি বছরের মার্চ মাসে অতর্কিত হামলা করে আল-আনাদ ঘাঁটি কব্জা করে হুথিরা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৫
কেএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।