ঢাকা: ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা হামলায় কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও ২২ জন।
বুধবার (০৫ আগস্ট) বাগদাদের কাছে শিতি এলাকায় এ বোমা হামলার ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা শহরে একটি গাড়িতে ছয়জন বেসামরিক ব্যক্তিকে লক্ষ্য করে বোমা হামলাটি চালানো হয়। এসময় আশপাশের আবাসিক এলাকার আরও ১২জন আহত হন।
এর আগে একইদিন সকালে গাড়ি বোমা হামলায় উত্তরাঞ্চলীয় শহর আল হোসেইনীয়া জেলায় চারজনের মৃত্যু হয়। আহত হয় আরও ১১ জন।
তবে তাৎক্ষণিকভাবে কেউ বোমা হামলায় দায় স্বীকার করেনি।
বাংলাদেশ সময়: ০৭৪৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
এমএ/