ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বন্যায় পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৮৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৫
বন্যায় পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ সংগৃহীত

ঢাকা: বন্যায় ধুঁকছে পশ্চিমবঙ্গ। বন্যায় এ পর্যন্ত রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ জনে গিয়ে দাঁড়িয়েছে।

পরিস্থিতি মোকাবেলায় করণীয় আলোচনা করতে সর্বদলীয় বৈঠকও ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীর বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সর্বদলীয় এ বৈঠক অনুষ্ঠিত হবে শনিবার (০৮ আগস্ট)।

সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, রাজ্যের ১২ জেলায় ৫৩টি পৌর এলাকা ও ১৬ হাজার ৩০০ গ্রামের ৬৩ লাখ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। মৃত্যু হয়েছে ৮৫ জনের। এর মধ্যে মঙ্গলবার (০৪ আগস্ট) পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৩ জনের। বাকি দু’জন মারা গেছেন বুধবার (০৫ আগস্ট)।

দুর্যোগ ব্যবস্থা অধিদফতর কর্তৃপক্ষ জানিয়েছে, হালকা বৃষ্টিপাত অব্যাহত থাকলেও কিছু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

রাজ্যজুড়ে আড়াই হাজারের বেশি ত্রাণ ও আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব কেন্দ্রে সাড়ে চার লাখের বেশি বন্যা কবলিত মানুষ আশ্রয় নিয়েছে। এছাড়া খোলা হয়েছে সাড়ে ছয়শ’র বেশি মেডিকেল ক্যাম্প।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বন্যায় রাজ্যে এক লাখের বেশি বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া সোয়া লাখ বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সঙ্গে ৮ লাখের বেশি কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৫
আরএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।