ঢাকা: মঙ্গলগ্রহে প্রাণের অস্তিত্ব নিয়ে আলোচনা, তর্ক-বিতর্কের শেষ নেই। নাসার প্রকাশিত দু’টো ছবি এ বিতর্ককে যেন আরও উসকে দিয়েছে।
সম্প্রতি নাসা মঙ্গলপৃষ্ঠের দু’টো ছবি প্রকাশ করে। যার একটিতে একজন ‘নারী’র মতো একটি অবয়ব, আর অপরটিতে ‘কাঁকড়া’র মতো কিছু একটা দেখা গেছে।
প্রথম ছবিতে মঙ্গলের বিস্তৃর্ণ পৃষ্ঠে নাসার ক্যামেরায় ধরা পড়া মূর্তির মতো অবয়বটিকে ‘নারী মূর্তি’ বলে দাবি করছেন অনেকে। তাদের মতে, ওই মূর্তির পা ও মাথা বেশ স্পষ্ট।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে ব্যাপক তর্ক-বিতর্ক। কেউ কেউ মঙ্গলে অবশ্যই প্রাণের অস্তিত্ব রয়েছে বলে মন্তব্য করতে শুরু করে দিয়েছেন। সেখানে আবার বিপরীত বিশ্বাসের ব্যবহারকারীরা তর্ক জুড়ে দিচ্ছেন।
অনেকে আরও এগিয়ে গেছেন। তারা প্রশ্ন তুলছেন, কে এই নারী? সে কি পৃথিবীর কেউ, নাকি ভীনগ্রহের কোনো প্রাণী? নাকি কোনো ভূত?
এদিকে, মঙ্গলের অপর এক ছবিতে হলুদ রঙের বিস্তীর্ণ পাথুরে অংশের এক কোণে কাঁকড়ার মতো একটি অবয়ব নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৫
আরএইচ