ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বারাক ওবামার ইউরোপ সফর শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:১৬, মে ২৪, ২০১১
বারাক ওবামার ইউরোপ সফর শুরু

ডাবলিন: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার সপ্তাহব্যাপী ইউরোপ সফর সোমবার শুরু করেছেন। এদিন তিনি আয়ারল্যান্ডের মানিগল গ্রামে তার আদিপুরুষের বাসস্থান পরিদর্শন করেছেন।

সঙ্গে রয়েছে স্ত্রী মিশেল ওবামা।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোয় খবর বেরিয়েছে, ওবামার মা স্ট্যানলি অ্যান ডানহ্যামের তিন পুরুষ আগের জ্ঞাতিগোষ্ঠীরা সেখানে বাস করতেন। ১৮৫০ সালে অ্যান ডানহ্যামের পূর্বপুরুষরা সেখান থেকে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে চলে যায়।

ইউরোপ সফরকালে ওবামা আয়ারল্যান্ডসহ চারটি দেশ সফর করবেন। সফরের শুরুতেই তিনি আয়ারল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। ওবামা আয়ারল্যান্ডের শান্তি, প্রতিরক্ষা, মানবাধিকার ও উত্তর আয়ারল্যান্ডে শান্তি ফিরিয়ে আনাসংক্রান্ত চুক্তির প্রশংসা করেন।

রাজধানী ডাবলিনে তিনি প্রায় ৬০ হাজার সমবেত মানুষের সামনে বক্তৃতা করেন। তিনি বলেন, ‘আমি আইরিশ জনগণের উদ্দেশে এটাই বলতে চাই, উত্তর আয়ারল্যান্ডের উন্নতিতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি। ’

তিনি বলেন, ‘আমেরিকার সংস্তৃতিতে আয়ারল্যান্ডের প্রভাব অত্যন্ত প্রবল। আমার জন্য এরকম আত্মীয়তার সূত্র অত্যন্ত অনন্য। ’ ওবামা ডাবলিনের একটি উদ্যানে গাছ লাগান, সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও বিল ক্লিনটনের লাগানো গাছও আছে এখানে।

মঙ্গলবার তিনি তিনদিনের রাষ্ট্রীয় সফরে ব্রিটেনে পৌঁছবেন। রানী দ্বিতীয় এলিজাবেথের আতিথ্য নিয়ে স্ত্রী মিশেলসহ ওবামা বাকিংহাম প্যালেসে থাকবেন। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে তিনি বৈঠক করবেন।

বৃহস্পতিবার ফ্রান্সের দ্যুভিলে জি-৮ সম্মেলনে অংশ নেবেন ওবামা। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্র মেদভেদেভ, ফ্রান্সের নিকোলা সারকোজি, জাপানের প্রধানমন্ত্রী নাওতো কানের সঙ্গে আলোচনা করবেন।

শুক্রবার তিনি পোল্যান্ড সফরে যাবেন। ইউরোপে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যুহ তৈরির প্রস্তাবের ব্যাপারে পোল্যান্ডের সঙ্গে আলোচনা করবেন। ব্যুহের একটি অংশ পোল্যান্ডে অভ্যন্তরে থাকবে।

হোয়াইট হাউস জানিয়েছে, লিবিয়া, আফগাস্তিান, ফিলিস্তিন ও ইসরায়েল প্রসঙ্গেও ওবামা বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা করবেন। ১৯৬৭ সালের সীমান্ত নির্দেশনা মেনে ফিলিস্তিন ও ইসরায়েল রাষ্ট্র গঠনের ব্যাপারেও কথা বলবেন তিনি। এই সীমান্ত নির্দেশনার পক্ষে তিনি সমর্থন আদায়ের চেষ্টা করবেন বলে আশা করছে বিশ্লেষকরা। এরইমধ্যে ফিলিস্তিনের ব্যাপারে ওবামার প্রস্তাবকে সমর্থন জানিয়েছে, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মহল।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।