লন্ডন: ইউরোপ সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার যুক্তরাজ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ। প্রেসিডেন্ট হওয়ার পর এটিই ওবামার প্রথম যুক্তরাজ্য সফর।
এ মুহূর্তে ওবামা বাকিংহাম প্যালেসে অবস্থান করছেন। এখানে তিনি নব দম্পতি ডিউক অব ক্যামব্রিজ পিন্স উইলিয়াম ও ডাচেস অব ক্যামব্রিজ প্রিন্সেস কেট মিডলটনের সঙ্গে ১৮৪৪ নং কক্ষে ২০ মিনিট সময় কাটান।
এর আগে আয়ারল্যান্ড সফর শেষে সোমবার বিমানযোগে এসেক্সের স্ট্যানস্টেডে সস্ত্রীক এসে পৌঁছান ওবামা। সপ্তাহব্যাপী ইউরোপ সফরের প্রথম দিন তিনি আয়ারল্যান্ডে তার মায়ের পক্ষের পূর্ব পুরুষের বংশধরদের সঙ্গে সাক্ষাত করেন।
সফরসূচি অনুযায়ী মঙ্গলবার যুক্তরাজ্য যাওয়ার কথা থাকলেও আয়ারল্যান্ডে অগ্ন্যুৎপাতে সৃষ্ট ছাই মেঘে বিমান যোগাযোগ বিঘিœত হওয়ার আশঙ্কায় সোমবারেই ইংল্যান্ড যান ওবামা দম্পতি। এসে তারা ইংল্যান্ডে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের লন্ডনের রিজেন্ট পার্কস্থ বাসা উইনফিল্ড হাউসে রাত কাটান।
পরদিন মঙ্গলবার মার্কিন রাষ্ট্রদূতের বাসভবন উইনল্ডি হাউসে আনুষ্ঠানিকভাবে ওবামাকে অভ্যর্থনা জানান প্রিন্স অব ওয়েলস এবং ডাচেস অব কর্নোওয়াল।
ইংল্যান্ডে রাষ্ট্রীয় সফরে আসা কোনো অতিথিকে স্বয়ং রাণীর অভ্যর্থনা জানানো ১০১তম ঘটনা এটি। তবে গত ১০০ বছরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এ নিয়ে মাত্র তৃতীয়বার অভ্যর্থনা জানালেন তিনি। ইংল্যান্ড সফরে আসা সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ। তিনি ২০০৩ সালে ইংল্যান্ড সফর করেন।
আগামীকাল বুধবার ১০নং ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে ওবামার সাক্ষাত করার কথা রয়েছে। বৈঠকে তারা মধ্যপ্রাচ্য ও লিবিয়া সমস্যা নিয়ে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে শায়িত যুদ্ধে নিহত অনেক অজানা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন ওবামা। এসময় সাধারণ মানুষ তার সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। এর পর এ প্রেসিডেন্ট দম্পতি প্রধানমন্ত্রী ক্যামেরন এবং স্ত্রী সামানথার সঙ্গে তাদের ডাউনিং স্ট্রিটের বাড়িতে সাক্ষাত করবেন। এখান থেকে বাকিংহাম প্যালেসে ফেরার আগে বিরোধী দল লেবার পার্টির নেতা ডেভিড মিলিব্যান্ডের সঙ্গেও সাক্ষাত করার কথা রয়েছে তার।
সফরের শেষের দিকে ওবামার সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এর পরে তিনি ওয়েস্টমিনিস্টার হলে পার্লামেন্ট হাউসে পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে মার্কিন পররাষ্ট্র নীতি নিয়ে বক্তব্য রাখবেন।
এর পর ওবামা দম্পতি উইনফিল্ড হাউসে ফিরে আসবেন। এখান থেকেই রাণী তাদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানাবেন।
এদিকে টাইমস পত্রিকায় এক যৌথ নিবন্ধে ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইঙ্গ-মার্কিন সম্পর্ক কোনো বিশেষ সম্পর্ক নয় দুই দেশ এবং বিশ্বের জন্য এটি একটি অপরিহার্য সম্পর্ক।
তারা বলেন, ‘যখনই যুক্তরাষ্ট্র এবং ব্র্রিটেন পরস্পরের পাশাপাশি দাঁড়ায়, তখই আমাদের জনগণ এবং সারা বিশ্বের জনগণ আরো অধিক নিরাপদ হতে পারে। দুই দেশের প্রয়োজন এবং মূল্যবোধের অভিন্নতার ভিত্তিতে এ সম্পর্ক একেবারে পরিপূর্ণ বলে উল্লেখ করেন তারা।
আরব বিশ্বে গণতন্ত্রের বিকাশে সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের অভিন্ন অবস্থানের কথা তারা টাইমসের যৌথ নিবন্ধে উল্লেখ করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মে ২৪, ২০১১