নয়াদিল্লি: বিচ্ছিন্নতাবাদি সংগঠন এলটিটিই’র একজন শীর্ষস্থানীয় নেতা কুমারান পাথমানাথন ভরতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার জন্য ক্ষমা চেয়েছেন। এ হত্যাকাণ্ডকে ঘাতক ভি প্রভাকরণের ‘ভুল’ উল্লেখ করে ভারতের জনগণ ও গান্ধি পরিবারের কাছে এর জন্য ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।
তিনি বলেন, ‘রাজীব গান্ধির গুপ্তহত্যা ছিল রীতিমত পরিকল্পিত এবং একাজটি করেছে প্রভাকরণ ও এলটিটিই’র গোয়েন্দা প্রধান পত্তু আমান। সত্যিটা সবাই জানে। ’
এলটিটিই’র কোষাধ্যক্ষ ও প্রধান অস্ত্র সংগ্রাহক পাথমানাথন সিএনএন-আইবিএনকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, ‘ভারতের জনগণ এবং বিশেষ করে গান্ধী পরিবারকে বলতে চাই- আমি প্রভাকরণের ভুলের জন্য দোষ স্বীকার করতে চাই। অনুগ্রহ করে আমাদের ক্ষমা করে দিন। ’
তিনি আরো বলেন, ‘আমরা মিনতি করছি- সবকিছুর জন্য আমরা সত্যিই দুঃখিত। রাজীব গান্ধীর ছেলের (রাহুল) অনুভুতিটা আমরা বুঝতে পারি। আমরা বুঝি বাবা এবং মেয়ের (প্রিয়াংকা) মধ্যকার সম্পর্ক কতো গভীর। ’
শ্রীলঙ্কায় তামিল টাইগারদের শোচনীয় পরাজয়ের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘ইতিমধ্যে আমরা অতিউচ্চ মূল্য দিয়েছি। এখন আমাদের আর হারানোর কিছু নেই। শীলঙ্কায় তামিলদের মানুষের মতো করে বাঁচতে সাহায্য করা উচিত। ’
ভারতের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ১৯৯১ সালের ২১ মে তামিল নাড়–তে একটি নির্বাচনী জনসভায় আত্মঘাতী হামলায় নিহত হন। তামিল বিচ্ছিন্নতাবাদিদের বিরুদ্ধে দমনমূলক নীতি গ্রহণের জন্য সশস্ত্র সংগঠন লিবারেশন টাইগার অব তামিল এলম এ হত্যাকান্ড সংঘটিত করে।
বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, মে ২৪, ২০১১