ঢাকা: পাঁচ দশক পর কিউবায় খুলছে যুক্তরাষ্ট্রের দূতাবাস। এ লক্ষ্যে এরই মধ্যে দেশটির রাজধানী হাভানায় পৌঁছে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
শীতল হয়ে পড়া দুই দেশের সম্পর্কের বরফ গলার ইঙ্গিত হিসেবে শুক্রবার (১৪ আগস্ট) হাভানায় দূতাবাস খোলা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এর আগে চলতি বছর জুলাই মাসে ওয়াশিংটনে কিউবা দূতাবাস খোলে।
কিউবার সাবেক স্বৈরশাসক ফুলজেনসিও বাতিস্তার শাসনামলে ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে সরকারি বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে বিদ্রোহীরা। এরই ধারায় ৫৩ বছর আগে ১৯৬২ সালে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৫
আরএইচ