ঢাকা: বহুল আলোচিত তৃতীয় আন্তর্জাতিক বেইল আউট (অর্থনৈতিক পুনরুদ্ধার কৌশল) চুক্তির অনুমোদন দিয়েছে গ্রিসের পার্লামেন্ট।
দীর্ঘ আলোচনা-সমালোচনার পর শুক্রবার দেশটির পার্লামেন্টে এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
শনিবার (১৫ আগস্ট) ভোরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানায়।
পার্লামেন্টে আইন প্রণেতাদের মধ্যে ২২২ জন চুক্তির পক্ষে, ৬৪ বিপক্ষে ভোট দেন। সেই সঙ্গে ১১ জন ভোটদানে বিরত ছিলেন।
ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জাঁ-ক্লদ জাঙ্কার স্পষ্ট জানিয়ে দেন, গ্রীস ইউরো জোনে থাকবে।
এর আগে দেশটির প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস চুক্তিটি অনুমোদনের জন্য সংসদ সদস্যদের আহ্বান জানিয়েছিলেন।
চুক্তি অনুমোদনে ব্যর্থ হলে ঋণ বিষয়ে জার্মানির প্রস্তাবটি সামনে চলে আসতো বলেও জানান তিনি।
তিন বছর মেয়াদি এই তৃতীয় বেইল আউট চুক্তির ফলে আগামী পাঁচ বছরের মধ্যে দেশটিতে ট্যাক্স বাড়বে এবং ব্যয় সংকোচন করা কঠিন হয়ে পড়বে বলে কেউ কেউ মনে করছেন।
এদিকে, ২০ আগস্ট ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকের ৩.৪ বিলিয়ন ইউরো ঋণ পরিশোধ করতে হবে গ্রিসকে। তার আগেই দেশটিকে বেইল আউটের অর্থ পেতে হবে।
বাংলাদেশ সময়: ০৬১৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫ (আপডেট: ০৭০৬ ঘণ্টা)
টিআই