ঢাকা: দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকার জন্য ‘গভীর দুঃখপ্রকাশ’ করেছেন সম্রাট আকিহিতো।
শনিবার (১৫ আগস্ট) টোকিওতে নিপ্পন বুদোকান হলে এক স্মরণ অনুষ্ঠানে তিনি এই দুঃখপ্রকাশ করেন।
এ সময় ৮১ বছর বয়সী এই সম্রাট বলেন, ‘আমি আন্তরিকভাবে আশা করছি, আর কখনও যুদ্ধের ভয়াবহতার পুনরাবৃত্তি ঘটবে না। ’
যুদ্ধে নিরপরাধ মানুষের দুর্ভোগের কথা স্মরণে রেখে এশিয়ার দেশগুলোর সঙ্গে বন্ধন আরও দৃঢ় করার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নেতৃত্বাধীন অক্ষশক্তির অংশ হিসেবে চীন,কোরীয় উপদ্বীপ সহ পূর্ব ও দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যাপক আগ্রাসন চালায় সাম্রাজ্যবাদী জাপানি বাহিনী। এ সময় চীন ও কোরিয়ার জনগণের বিরুদ্ধে ব্যাপক নির্যাতন চালানোর অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। বিশেষ করে চীনা ও কোরীয় নারীদের জোরপূর্বক যৌন দাসী হিসেবে ব্যবহারের বিষয়টি জাপানের ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচনা করা হয়।
এছাড়া প্রশান্ত মহাসাগরে পার্ল হারবারে মার্কিন নৌঁঘাঁটিতে জাপানি আগ্রাসনই যুদ্ধে নামতে বাধ্য করে যুক্তরাষ্ট্রকে, যা পাল্টে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধের গতিপথ।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৫
আরএইচ/আরআই
** দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকায় ‘বিষাদগ্রস্ত’ আবে